মানবতার কল্যাণ সাধন করাই হোক সব মানুষের লক্ষ্য —— ডিআইজি

20

সিলেট রেঞ্জের ডি.আই.জি মোঃ কামরুল আহসান বিপিএম বলেছেন, যারা নিঃস্বার্থে দুস্থ অসহায় মানুষের কল্যাণ ও সেবার লক্ষ্যে কাজ করেন তাদেরকে সহযোগিতা করার সকলের দায়িত্ব। মানবতার কল্যাণ সাধন করাই হোক সব মানুষের লক্ষ্য। তিনি বলেন, মানব কল্যাণের প্রতিষ্ঠান চাঁদপুর জেলা কল্যাণ সমিতি যে উদ্যোগে গ্রহণ করেছেন তা প্রশংসার দাবী রাখে। তিনি সমিতির পাশাপাশি সবাইকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
ডি.আই.জি গত ১১ ফেব্র“য়ারি রবিবার রাতে নগরীর দক্ষিণ সুরমার কদতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে হত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়ার পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও এনএসআই সিলেট বিভাগের ডিডি শেখ জিয়াউল কাদির, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস লিপন। বক্তব্য রাখেন শীতবস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক ও সমিতির সহ সভাপতি আব্দুল হক মিয়াজী, সদস্য সচিব মির্জা হারুনুর রশিদ, সমিতির সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায়, সহ সম্পাদক আবুল হোসেন।
মাওলানা আব্দুল মালেক এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস.এম আমান উল্লাহ, টিপু সুলতান, সাগর মিয়াজী, হাসান মাহমুদ খান, বিনয় চন্দ্র রায়, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, আলী আশরাফ, রফিক মিয়া, মাসুমুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি