জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে দু’টি অবৈধ পাথর উত্তোলনের গর্ত বন্ধ

21

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরের জুম এলাকা থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করায় টাস্কফোর্সের অভিযান চালিয়ে দু’টি গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস’র নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, মৌলভী বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার ফারুক আহমেদসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসিল্যান্ড সুমন চন্দ্র দাস জানান মন্দিরের জুম এলাকা থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকার পরও একটি মহল অবৈধ ভাবে পাথর উত্তোলন করার পাঁয়তারা করছিল। খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে গর্ত দু’টি বন্ধ করে দেওয়া হয়েছে।