গোলাপগঞ্জে আটকের ভয়ে মাঠে ছিলেন না বিএনপির নেতাকর্মীরা

18

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে  :
আট ফেব্র“য়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিশৃঙ্খলা হলেও গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল পুলিশের কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। ছিল শুন শান নিরবতা। সকাল থেকেই ছিল গোটা উপজেলা পুলিশের দখলে। সাধারণ মানুষও সকাল থেকেই নিরব আতঙ্কে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৫বছরের সাজার খবর শুনেও বিএনপি মাঠে নামেনি। দুপুর থেকে উপজেলার আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৌর সদরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবস্থান নেয়। কেউ কেউ আনন্দ মিছিলও বের করে। মাঠে অবস্থান নেয় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখরের গোল্ডেন গ্র“প, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ গ্র“প, সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু গ্র“প, রাবেল গ্র“প, ঢাকাদক্ষিণ মনছুর ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল গ্র“পের দখলে ছিল। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকে রাত পর্যন্ত গোটা উপজেলা পুলিশের নিয়ন্ত্রণে ছিল।