সাজু কবীর

9

বৃষ্টি ঝরাও শান্তি ছড়াও :

বৃষ্টি ঝরাও দৃষ্টি ছড়াও প্রভু দয়াময়,
শান্তি পাঠাও ক্লান্তি মেটাও তপ্ত ধরাটায়।
তেষ্টা অতি নষ্ট গতি কষ্ট হাহাকার,
ধৃষ্ট খরা ধরাভরা ক্লিষ্ট অনিবার।
বৃদ্ধ শিশু সিদ্ধ টিসু ক্লিষ্ট পক্ষীকূল,
বৃক্ষ পুড়ে বৃক্ক মরে পিষ্ট ফলমূল।
আগ পড়ে গুল ঝরে থির মিষ্টি বায়ু,
সৃষ্টি জীবে জলকামনা বীতশ্রদ্ধ আয়ু।
পাপী মোরা ক্ষমা করো হে করুণাময়,
বৃষ্টি ঝরাও শান্তি ছড়াও তপ্ত ধরাটায়।