ছাতকে সরকারি আবাসিক এলাকায় গ্যাস লাইন লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা

17

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলা পরিষদের সরকারি বাস ভবনের আবাসিক এলাকায় জালালাবাদ গ্যাস লাইনের লিকেজ দেখা দিয়েছে। এসব এলাকার বাসার দীর্ঘ দিনের পুরনো লাইনের পাইপ দিয়ে গ্যাস বের হয়ে অপচয় হচ্ছে। ফলে সরকারি গ্যাসের ক্ষতির পাশাপাশি এলাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বসবাসকারিরা। ফলে আবাসিক এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারী চরম দুঃচিন্তায় রয়েছেন।
সরকারি কোয়ার্টারে বসবাসকারি একাধিক কর্মকর্তা-কর্মচারি জানান, জালালাবাদ গ্যাস লাইনের পাইপে মরিচা ধরে লাইন নষ্ট হয়ে গেছে। গ্যাস লাইনে কয়েকটি স্থানে ফাটল ধরে গ্যাস লিকেজ হয়ে অনবরত গ্যাস বেরিয়ে যাচ্ছে। যে কোন সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস লিকেজের কারণে এখানে বসবাসকারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি জানান, পরিষদের পক্ষ থেকে গ্যাস লাইন মেরামতের প্রয়োজনিয় ব্যবস্থা নিতে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের বরাবারে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ছাতক জালালাবাদ গ্যাস শাখার ম্যানেজার ঘটনার সত্যতা স্বীকার করে ফজলুর রহমান বলেন, গ্যাস লাইনটি অনেক পুরনো হওয়ায় পাইপ ঝাজরা হয়ে গেছে। বিষয়টি শীঘ্রই সরজমিনে পরিদর্শনের পর পরিষদের কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।