সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী বরাদ্দ দিচ্ছে – আশফাক আহমদ

22

সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী বরাদ্দ দিচ্ছে। কারণ জাতি যত শিক্ষিত হবে দেশ তত উন্নত হবে। এ প্রতিষ্ঠানে পড়া লেখার মান যত বৃদ্ধি পাবে সরকারি করনের ক্ষেত্রে সুবিধা হবে। আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট আসছেন অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। সে সভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানান তিনি। সদর উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
২৮ জানুয়ারী রবিবার সকালে স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কয়ছর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, কলেজের অধ্যক্ষ প্রভূ রঞ্জন সরকার।
উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য নূরুল ইসলাম, ইলিয়াছুর রহমান, আহমদ আলী, আব্দুল গফফার, ইউ/পি সদস্য শাহ নুর আলম, মুক্তিযোদ্ধা আব্দুন নূর, আমির আলী পিটিএ কমিটির সভাপতি মনির উদ্দিন, সদস্য হাসিনা আক্তার, আব্দুল খালিক, আজিজুর রহমান, আব্দুল মন্নান, কয়েস আহমদ, উবায়দুল কাদির, আব্দুল করিম বাইচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দিপন কুমার তালুকদার, পবিত্র কোর আন থেকে তেলাওয়াত করেন অষ্টম ছাত্র আবুল কাশেম কামরান, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেনির ছাত্র আল আমিন। বিজ্ঞপ্তি