পুষ্টি উন্নয়নে বহুখাতভিত্তিক অংশগ্রহণের বিকল্প নেই ——অতিরিক্ত সচিব রোকসানা কাদের

197

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকশানা কাদির বলেছেন, পুষ্টি উন্নয়নে বহুখাতভিত্তিক অংশগ্রহনের বিকল্প নেই। কেয়ার বাংলাদেশের নিউট্রিশন এট দি সেন্টার প্রকল্পের পাইলট কার্যক্রম উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
তিনি সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত জাতীয় পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল আমিন তালুকদার যুগ্মসচিব-স্বাস্থ্যসেবা বিভাগ, এডিসি জেনারেল মো: কামরুজ্জামান ও মোজাম্মেল হক-উপ পরিচালক পরিবার পরিকল্পনা, সুনামগঞ্জ। দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা ২০১৬-২০২৫ উপর অবহিতকরন বিষয়ক একটি প্রতিবেদন উপস্থাপন করেন ডা:মো: মফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ের পুষ্টি সংবেদী অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।