গোলাপগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

34

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগে মাহমুদা বেগম (৩১) নামে এক গৃহবধূ নিজ স্বামীকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে ওই গৃহবধূ তার স্বামী উপজেলার বুধবারীবাজার ইউপির চন্দরপুর গ্রামের মৃত হাফিজ নজমুল ইসলামের ছেলে বিলাল আহমদ (৩৫) কে প্রধান আসামী ও শ্বাশুড়ী শামছুন নাহারকে ২য় আসামী করে রবিবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মনজুরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্তের বাড়ীতে যান। এ সময় ঐ গৃহবধূর স্বামীকে পাওয়া যায়নি। থানায় অভিযোগ দেয়ার পর থেকে স্বামী লাপাত্তা। অভিযোগের এজাহারে উল্লেখ করা হয় গত ২৫/০৫/২০১৭ইং সালে ১নং বিবাদী গোলাপগঞ্জ সদর ইউপির পূর্ব ফাজিলপুর গ্রামের আব্দুল আজাদের মেয়ে মাহমুদা বেগমকে ৫ লক্ষ টাকা মোহরানা দিয়ে অভিযুক্ত বিলাল আহমদ কোর্ট ম্যারেজ করে। কোর্ট ম্যারেজের পর স্ত্রী হিসেবে তার বাড়ীতেও তুলে। প্রায় ২ মাস তাদের দাম্পত্য জীবন ভালই কাটছিল। ২মাস পর থেকে তার স্বামী ও শ্বাশুড়ী তার উপর নির্যাতন শুরু করেন। তাদের নির্য়াতনের ফলে ওই গৃহবধূ প্রায় ৫ মাস থেকে পিতার বাড়ীতে বসবাস করছে। স্থানীয় ভাবে কোন সমাধান না পেয়ে গৃহবধূ নিজেই গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লম্পট স্বামী কোন সমাধান না দিয়েই প্রবাসে চলে যাওয়ার পায়তারা করছে বলে অভিযোগকারী স্ত্রী জানিয়েছেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দেখার জন্য এসআই মনজুরুলকে দায়িত্ব দেয়া হয়েছে। এ অভিযোগের বিষয়টি উভয় পক্ষকে নিয়ে সমাধানেরও চেষ্টা চলছে।