বিশ্বম্ভরপুরে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের বেহাল দশা

84

বিশ্বম্ভরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের বেহাল দশা বিরাজ করছে। অচল যন্ত্রপাতি আর সচল প্রচারণায় চলছে তথ্য সেবাকেন্দ্র। খাতা-কলমে তথ্য সেবাকেন্দ্রের ৮টি যন্ত্রপাতির হিসাব থাকলেও একটি মাত্র ল্যাপটপ সচল ছাড়া সবগুলো যন্ত্রপাতিই নষ্ট। অচল এসব যন্ত্রপাতি দিয়ে চলছে তথ্য সেবার কাজ। উদ্যোক্তা এ,এবি.এম বদরুল ইসলামের সহায়তায় প্রত্যেকটি যন্ত্রপাতি প্রতিবেদক নিজেই পরীক্ষা করে দেখন যে, ল্যাপটপ ব্যতিরেকে সবগুলো যন্ত্রই অকেজো। অচল যন্ত্রপাতির বিষয়ে  ভিডিওফুটেজে বক্তব্য রেকর্ড রয়েছে উদ্যোক্তার বদরুল ইসলামের। ইউনিয়ন পরিষদ সচিব আমিরুল ইসলাম জানান, তথ্য সেবাকেন্দ্রের মালামালের মধ্যে কম্পিউটার, প্রিন্টার, ক্যামেরা, প্রজেক্টর, ওয়েবক্যাম্প, লেমিনেটিং মেশিন, স্কেনার, ল্যাপটপসহ মোট ৮টি যন্ত্রপাতিই সচল। একই বক্তব্য চেয়ারম্যান এড. ছবাব মিয়ার কিন্তু উদ্যোক্তার বক্তব্য আর প্রতিবেদকের তদন্তে ধরা পড়ে তথ্য সেবার আসল চিত্র। উদ্যোক্তা জানান অন্য জায়গা থেকে প্রিন্ট করে দিতে হচ্ছে। সচিব আরো জানান প্রতি মাসে গড়ে ২শ লোক এ সেবা কেন্দ্র থেকে সেবা নিচ্ছে। বাগগঁও গ্রামের এরশাদ আহমদ জানান একটি জন্ম নিবন্ধন সনদ আনতে লোকজনকে ঘণ্টা সময় অপেক্ষা করতে হয়। কারণ এক জায়গায় টাইপ বাজারের অন্যের দোকান থেকে প্রিন্ট ফলে ১০ মিনিটের কাজের জন্য ঘণ্টা সময় চলে যায়, এই হল তথ্য সেবার নামে ভোগান্তি।