ছাতকে পৃথক সংঘর্ষে আহত ২০

49

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
ছাতকে পৃথক সংঘর্ষে স্কুল শিক্ষার্থী, মহিলাসহ ২০ ব্যক্তি আহত হয়েছে। কালারুকা ইউনিয়নের রায়সন্তেুাষপুর ও উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে এঘটনা ঘটে। আহতদের ছাতক হাসপতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব বিরোধের জের ধরে রায়সন্তেুাষপুর গ্রামের ফটিক মিয়া ঝাওয়া বিলের বোরো জমিতে আবাদের যাবার পথে রাস্তায় একই গ্রামের মধু মিয়া ওরফে হুন্ডি মধু সহযোগিদের নিয়ে তার উপর অতর্কিত আক্রমণ করে। এ সময় তাকে বাঁচাতে এসে আরো ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে ফটিক মিয়া (৩৫), আবদুল মতিন (৩৬), ইউপি সদস্য আকিক মিয়া (৩৭), জামিন আহমদ (৩০), আবাব মিয়া (৩২)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে আলমপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে কথাকাটাকাটির জের ধরে মৃত কাছিম আলীর পুত্র লিলু মিয়া ও ছুরত মিয়ার নেতৃত্বে সৌদি আরব প্রবাসি কবির উদ্দিন (৩৮), নজরুল ইসলাম (৩০), স্কুল ছাত্রী সামান্তা বেগম (১৫), ঝরণা বেগম (২৫), আইন উদ্দিন (২৮)সহ ১০জনকে ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসআই জাহানারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইন উদ্দিন বাদি হয়ে থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।