বাংলাদেশে এনআরবি-এর অধিকার এবং নিরাপত্তা প্রয়োগ শীর্ষক সভায় বক্তারা ॥ প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন

25

দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং দেশের কল্যাণে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্বাধীনতা যুদ্ধেও NRB Picপ্রবাসীদের ভূমিকা ছিল অনন্য। কিন্তু দেশে এসে প্রবাসীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। বিমানবন্দর থেকে শুরু করে সর্বত্রই উৎকন্ঠায় থাকতে হয়। এ ক্ষেত্রে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই বাংলাদেশে তাদের অধিকার ও নিরাপত্তা প্রয়োগে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। প্রবাসীদের সেবা প্রদানে নিয়োজিত বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করে লোভলালসার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে আয়োজিত বাংলাদেশে এনআরবি-এর অধিকার এবং নিরাপত্তা প্রয়োগের উপর আলোচনাসভায় বক্তারা এ কথাগুলো বলেন।
গত শনিবার রাতে নগরীর পূর্বজিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের সভাপতি এডভোকেট মাওলানা মুফতি মো. আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের জয়েন্ট সেক্রেটারি জাকির হোসাইন। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল হক তাহেরের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মিসফাকুল হোসাইন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নোটারি পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন খান, এপেক্্র ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট মিসবাহ-উর-রহমান আলম, সাংবাদিক ও কলামিস্ট মাওলানা শায়খ তাজুল ইসলাম, দৈনিক খবরপত্রের ব্যুারো প্রধান এম.এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জাদুশিল্পী বেলাল উদ্দিন ও সদস্য আব্দুল মন্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, অর্থ সম্পাদক মো. মাসুদ আহমদ, প্রচার সম্পাদক আমিন তাহমিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোশারফ রাশেদ, সদস্য কয়েছ আহমদ সাগর, বেবি দেবী, তাসলিমা আফরিন আখি, কল্যাণ সংস্থার সদস্য কাজী আলমগীর হোসাইন ও একে কামাল হোসাইন। বিজ্ঞপ্তি