তুমি ছিলে ভিন্ন

89

টি এইচ বিল্লাল

আমি মুসলমান তুমি ছিলে ভিন্ন
ধর্মের কারণে মোদের জীবনে
হয়েছে প্রেমের ছিন্ন
তুমি হীনা এ আমি, আমি হীনা সে তুমি
রয়েছে জীবন দু-টি শূন্য
আমি মুসলমান তুমি ছিলে ভিন্ন।

এক আকাশে চঁন্দ্র, সূর্য, তারার বসতি
আমি তুমি বাঁধলে ঘর কি হত ক্ষতি
ধর্মের দিয়ে দোহাই, মন কে আজো বুঝাই
যা করেছে ভাল বিধি, আমাদের জন্য
আমি মুসলমান, সে ছিল ভিন্ন
ধর্মের কারণে আমাদের জীবনে
হয়নি ভালবাসা পূর্ণ।

একি গ্রহে বাস করে মানুষ আর প্রাণী
আমরা দুজন এক হলে সমাজের মান হানি
আমাদের জীবনে, ধর্মের ব্যবধানে
ভেঙ্গে চুরে ভালবাসা হয়ে গেছে চূর্ণ
আগুন জ্বেলে বুকে, ধর্মের মান রেখে
নীরবে কাঁদি তাহারি জন্য
আমি মুসলমান, সে ছিল ভিন্ন।