মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান —- সেলিম উদ্দিন এমপি

35

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেছেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। তাই সরকার মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকার ঐতিহ্যবাহী তুলে ধরার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে কানাইঘাটে অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। তার মধ্যে মালিগ্রাম চতুল এলাকার মানুষের আত্মত্যাগের কথা কেউ ভুলবে না। সেই ঐতিহ্য রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সেলিম উদ্দিন এমপি গত বুধবার বিকেল ৫টায় কানাইঘাট মালিগ্রাম বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে পূর্ব চতুল প্রজন্ম ৭১ শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ এবং মালিগ্রাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে তাকে দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মালিগ্রাম শাহী ঈদগাহর সভাপতি প্রজন্ম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা ব্যাংকার মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ও প্রজন্ম ৭১ এর সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুল সহিদ লস্কর বশির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, এডভোকেট ছয়ফুল আলম, বিসিএস (প্রশাসন) শিক্ষানবিশ ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলা জাসদের সাবেক সভাপতি কবির আহমদ, এলাকার প্রবীণ মুরব্বী হাজী আব্দুল হেকিম, ইউপি সদস্য ওলিউর রহমান, প্রজন্ম ৭১ এর সহ সভাপতি আব্দুর রহমান, সিদ্দেক আলী প্রমুখ।