বালাগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

22

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণীর সরকারি ভূমি অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও স্থায়ী স্থাপনা নির্মাণ করে আসছেন। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ্য দখলদারদের ভূমি ছেড়ে দেয়ার বিষয়ে নোটিশ প্রদান করা হয়। কিন্তু ভূমি দখলদাররা সরকারী এসব ভূমির দখল ত্যাগ না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৬ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ সিংহের নেতৃত্বে বুধবার বিকেলে এ অভিযানকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে সরকারি খালের পাশে নির্মিত এসব দোকান কোটা উচ্ছেদ করা হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ অবৈধস্থাপনা উচ্ছেদের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ্য স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।