ছাতকে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও গ্রাহকদের সৃষ্ট ঘটনা নিষ্পত্তির উদ্যোগ

48

ছাতক থেকে সংবাদদাতা
ছাতকে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও গ্রাহকদের মধ্যে সৃষ্ট ঘটনা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় উভয় পক্ষকে বুধবার সন্ধ্যায় এক টেবিলে বৈঠকের আহবান করেন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আখলাকুর রহমান। এসময় ছাতক থানার ওসি আতিকুর রহমান, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সিলেট জোনের ইনচার্জ শাহ জালাল উদ্দিন, মুরব্বি মুজিবুর রহমান, আবদুস সামাদ, গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সিলেট জোনের সহকারি এসএম দিলওয়ার হোসেন চয়ন, থানার এস আই শাহিন আলম, আজিজুল হক, আবদুর রইছ মেম্বার, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, সাংবাদিক মোশাহিদ আলী প্রমুখ। বৈঠকে পর্যাক্রমে গ্রাহকদের দাবিকৃত বিমার টাকা পরিশোধ করে দেয়ার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স গোবিন্দগঞ্জ শাখার বিরুদ্ধে বিমার মেয়াদ শেষ হলেও গ্রাহকরা তাদের প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া অনেকেই বঞ্চিত হচ্ছে ডিপিএস ও বিমার বোনাসের টাকা প্রাপ্তি থেকে। দীর্ঘদিন অপেক্ষা শেষে সাধারণ গ্রাহকরা গোবিন্দগঞ্জে এর প্রতিবাদে ২৩ ও ২৬ নভেম্বর দু’দিন সড়ক অবরোধ, মিছিল-মিটিং করে। অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়।