নানা অনিয়মের কারণে কাস্টমসের ২০ কর্মকর্তা প্রত্যাহার

59

স্টাফ রিপোর্টার :
সিলেটের বিভিন্ন শুল্ক স্টেশনের ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাজস্ব বিভাগের এক আদেশে তাদেরকে একযোগে বদলি করা হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। তবে সংশ্লি¬ষ্ট একটি সূত্রে জানা গেছে, নানা অনিয়মের কারণে এ ২০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
সিলেটের কাস্টমস কমিশনার সফিকুল ইসলাম এসব কর্মকর্তাকে বদলির বিষয়টিকে ‘স্বাভাবিক বদলি’ হিসেবেই উল্লে¬খ করেছেন। তবে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। এই কর্মকর্তা বলেন, চার রাজস্ব কর্মকর্তাসহ ২০ জনকে বিভিন্ন কারণে গত বুধবার বদলি করা হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল।
জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নকুল চন্দ্র, করুনাময় চাকমা, নারায়ণ সুর, ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের শফিকুল আলম, চাতলাপুর শুল্ক স্টেশন সুপার এবং শেওলা শুল্ক স্টেশনের কয়েকজন রয়েছেন।
সংশি¬ষ্ট একটি সূত্র জানায়, আমদানিকারকদের সাথে যোগসাজশের মাধ্যমে নিজেদের পকেট ভারি করে সরকারকে রাজস্ব বঞ্চিত করার অভিযোগেই এসব কর্মকর্তাকে বদলি করা হয়।