জামালগঞ্জে ৪৬তম মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

24

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
যথাযোগ্য মর্যাদায় ৪৬তম মহান বিজয় দিবস ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিতে অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান।
প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা আ’লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এড: আসাদ উল্লাহ সরকার, আব্দুর রাজ্জাক মাষ্টার, মেডিকেল অফিসার নিলাক্ষী তালুকদার, থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম, ফেনারবাকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, জামালগঞ্জ উত্তরের চেয়ারম্যান রজব আলী, বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার, সদরের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল, জামালগঞ্জ উদীচীর সভাপতি ও পাবলিক লাইব্রেরীর সম্পাদক আকবর হোসেন,সপ্তক সঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব বনিক, আনন্দ নিকেতন শিল্পী গোষ্ঠীর সভাপতি আবুল কালাম, সুরমা শিল্পী গোষ্ঠীর সভাপতি হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলার বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক গণ প্রমুখ উপস্থিত ছিলেন।