গোলাপগঞ্জে অস্ত্র ও কার্তুজসহ দুই ডাকাত আটক

44

সেলিম হাসান কাওছার, গোলাপগঞ্জ থেকে :
শীতের মৌসুমে ডাকাতদের তৎপরতা বেড়েছে গোলাপগঞ্জে। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ তালিকাভূক্ত দুই ডাকাতকে অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করেছে। তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। আটককৃতরা হলেন, বিয়ানীবাজার থানার নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ছয়ফুল মিয়া (২৮) ও বড়লেখা থানার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে আব্দুস শহিদ ফুলু (২৯)। এ সময় আরো ৫/৬জন পালিয়ে যায়। পলাতক ডাকাতরা হলেন, গোলাপগঞ্জ থানার ইসলামপুর গ্রামের মোশারফ আলীর ছেলে নানু মিয়া (২৮) ও একই থানার সুনামপুর গ্রামের আসকর আলীর ছেলে মন্টু মিয়া (৩০), সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুরান নোয়াকোট গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল হক (৩০), কানাইঘাট থানার আলম ওরফে সাইফুল আলম (২৮)সহ অজ্ঞাত আরো ২/৩জন। থানা পুলিশ জানিয়েছে সোমবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হিলালপুর এলাকায় ডাকাত দলের বিশেষ একটি চক্র ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি শিবলী, ওসি (তদন্ত) মীর আবু নাছের, এসআই শংকর দেব, এসআই ফজলুল আলম, এসআই মৃদূল কুমার, এসআই হেলাল উদ্দিন, এএসআই কামাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ থানা পুলিশের বিশেষ ফোর্স উপজেলার ফুলবাড়ী ইউপির হিলালপুর এলাকার চতুরদিক ঘিরে ফেলে। রাত সাড়ে ১১টায় পুলিশ ডাকাতদের ধাওয়া করে দুই’জনকে আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৪ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরি ডেগার গার্ড এলজি পাওয়া যায় এবং অন্যান্য ডাকাতরা বিভিন্ন কৌশলে পালিয়ে যায়। আটককৃত ডাকাতদের কাছ থেকে পুলিশ পালিয়ে যাওয়া ডাকাতদের নাম ঠিকানা সংগ্রহ করে। থানা পুলিশ আরো জানিয়েছে আটককৃত ডাকাত ও পালিয়ে যাওয়া ডাকাতদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। মঙ্গলবার আটককৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানিয়েছেন।