জগন্নাথপুরে পাগলা শিয়াল দলের কামড়ে আরো আহত ১৫, ভ্যাকসিন না পাওয়ায় ভোগান্তি

39

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পাগলা শিয়াল দলের কামড়ে আরো ১৫ জন আহত হয়েছেন। তবে হাসপাতালে ভ্যাকসিন না পাওয়ায় আহতরা ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার রাতের বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন গ্রামে পাগলা শিয়াল দল একের এক মানুষকে কামড়াতে থাকে। শিয়ালের কামড়ে আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা যায়।
এর মধ্যে গুরুতর আহত উপজেলার ইসলামপুর গ্রামের আমজদ আলী, গোরারগাঁও গ্রামের সতীন্দ্র দাস, সীতা রাণী দাস, হেমা রাণী দাস, কলকলিয়া গ্রামের সুজাত মিয়া, পারুল বালা, জামাল মিয়া, এমদাদ মিয়া, মোহাম্মদপুর গ্রামের সুজন মিয়া ও খাশিলা গ্রামের কৃষ্ণ দেব সহ মোট ১৪ জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরো কমপক্ষে ৫ জন স্থানীয় ভাবে চিকিৎসা নেন। এর আগে খাশিলা গ্রামের নারী সহ আরো ৪ জন আহত হন। সব মিলিয়ে মোট ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে সরজমিনে শিয়ালের কামড়ে আহতদের মধ্যে অনেকে অভিযোগ করে বলেন, হাসপাতালে কোন ভ্যাকসিন না পাওয়ায় আমরা বাহির থেকে কিনে আনতে গিয়ে অনেক ভোগান্তির শিকার হয়েছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শামসুদ্দিন জানান, হাসপাতালে ভ্যাকসিন পর্যাপ্ত রয়েছে। তবে অফিস চলাকালীন সময়ে নিতে হবে।