Tag:

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা ও মহানগরের আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বঙ্গবন্ধু ছাত্রপরিষদ জেলা ও মহানগর উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নগরীর ধোপাদীঘিপারস্থ হাফিজ কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ ও সিলেট জেলার অন্তর্গত ১৩ টি উপজেলা ও ২৭ টি ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সমাবেশে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সিলেট জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক জাতির জনকের আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে সকল নেতাকর্মীকে আহবান জানান।
বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো: মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ইমরান আল হাদি, মহানগরের সভাপতি মো: মিফতাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মারজান হোসাইন ছাড়াও সকল নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি