তাহিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

23

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচী ২০১৭-২০১৮ অর্থ বছরের আওতায় উপজেলার ২৯ হাজার ৯শ ৪৮ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। যার মূল্য ৫ কোটি তিরাশি লক্ষ টাকা বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম। গতকাল রবিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস। বিতরণ পূর্ব এক আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা অনুপম রায়ের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, ধরমপাশা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলিকিছ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক রোকন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।