নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন ——মাওলানা আতাউল্লাহ আমীন

49

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, সকল দলের অংশ গ্রহণে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন কমিশনকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় গতকাল শুক্রবার সংগঠনের লালদীঘি পারস্থ কার্যালয়ে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। লাগামহীন চড়ামূল্যে বিক্রি হচ্ছে ভোজ্যপণ্যগুলো। তাই অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। দায়িত্বশীল সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ডা. মোস্তফা আহমদ আজাদ, প্রচার সম্পাদক মুফতি মাওলানা মাহবুবুল হক, নির্বাহি সদস্য মুফতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালিক, বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আনহার আহমদ, উসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সহ- সভাপতি শুহেদুর রহমান সুহেদ, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি