হবিগঞ্জ জেলা উদীচী’র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

48

প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ উপলক্ষে গত ২৯ অক্টোবর হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদানের জন্য গতকাল ১০ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে জেলা উদীচীর সহ-সভাপতি বন্ধুমঙ্গল রায় এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হবিগঞ্জ জেলা উদীচী’র সাধারণ সম্পাদক পি.কে সূত্রধর এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি পীযুষ চক্রবর্তী, সুরবিতানের সেক্রেটারী আবুল ফজল, সাংবাদিক মোঃ মুজিবুর রহমান, বৃন্দাবন কলেজ শাখার সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ হাসান, আফসা নাসরিন উর্মি। সভায় বক্তাগণ বলেন- বাংলাদেশের পতাকায় উদীচী’র রক্ত আছে। তাই উদীচী’র বর্তমান শিল্পী সংগ্রামীদের বিষয়টি অনুধাবন করতে হবে। সমুন্নত রাখতে হবে উদীচী’র আদর্শ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সম্পাদক প্রভাতী সূত্রধর পাপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন গোপীমোহন দাশ, পি.কে সূত্রধর, মাসুদ পারভেজ, গৌতম দাশ, জয়দ্বীপ দাশ, এস.এম. ফুয়াদ হাসান, আখতারুজ্জামান তরপদার। তৎপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ক বিভাগে- ১ম দেবজিৎ রায়, ২য় দেবপ্রিয় রায় আনন্দ, ৩য় আহসান হাবিব। খ বিভাগে- ১ম শেখ মীম তাহা, ২য় স্নেহা সরকার, ৩য় গুঞ্জন সূত্রধর। গ বিভাগে- ১ম ধ্র“ব সরকার সোহাগ, ২য় অন্বেষা দাশ শ্র“তি, ৩য় প্রাঞ্জল রায়। ঘ বিভাগ- ১ম শতাব্দী রায়, ২য় আনিকা তাবাসুম স্নেহা, ৩য় অর্পিতা রায় বিজয়ী হন। বিজ্ঞপ্তি