শিশুদের প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ——– মেয়র আরিফুল হক

84

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিশুদের প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিশুরা প্রতিযোগিতা মূলক কর্মকান্ডে অংশ নিতে উদ্দীপনা পায়। তাই এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করলে সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে।
মেয়র শুক্রবার সকালে নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় উচ্চ বিদ্যালয়ে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে ১০ম এপেক্স ক্লাবস চৌধুরী আতাউর রহমান আজাদ প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
পরীক্ষার হল পরিদর্শন ও মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এডভোকেট এ.কে.এম শমিউল আলম, সুপ্রীম কোর্টের এডভোকেট ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক এপেক্সিয়ান এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এপেক্স জেলা-৪ এর গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট মিছবাহুর রহমান আলম, পি.এন.পি এপেক্সিয়ান রমিজ উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, পিডিজি-৪ এপেক্সিয়ান গিয়াস উদ্দিন, লাইফ মেম্বার এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্সিয়ান আব্দুল কুদ্দুস এডভোকেট, এপেক্সিয়ান আতিকুর রহমান সাবু এডভোকেট, এপেক্সিয়ান মাসুম আহমদ এডভোকেট, এপেক্সিয়ান বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, ১০ম এপেক্স প্রাথমিক বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক এপেক্সিয়ান আক্তার হোসেন খান, সেক্রেটারী এপেক্সিয়ান আব্দুল খালিক এডভোকেট, এপেক্সিয়ান কবির আহমদ বাবর এডভোকেট, এপেক্সিয়ান শফিকুল ইসলাম এডভোকেট, এপেক্সিয়ান মাহবুব হোসেন, এপেক্সিয়ান রফিকুস সামাদ চৌধুরী, এপেক্সিয়ান মানিক উদ্দিন এডভোকেট, এপেক্সিয়ান আতিকুল হক এডভোকেট, এপেক্সিয়ান বাবুল মিয়া এডভোকেট, এপেক্সিয়ান সাইদুর রহমান লস্কর এডভোকেট, এপেক্স জেলা সেক্রেটারী এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, এপেক্সিয়ান আদিল হোসেন, এপেক্সিয়ান ইসরাফিল আলী এডভোকেট, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আজমল হোসেন, এপেক্সিয়ান জামিল আহমদ, এপেক্সিয়ান আবু হানিফ তুহিন, মোহাম্মদ ওয়ারিমুল ইসলাম, এপেক্সিয়ান হুশিয়ার আলী, এপেক্সিয়ান নাজমুল হুদা, এপেক্সিয়ান জিডি রুমু, এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, এপেক্সিয়ান আকরামুল হক শাহান প্রমুখ। বিজ্ঞপ্তি