প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন ———————– মাহমুদ উস সামাদ এমপি

33

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যই হচ্ছে মানুষের সকল সুখের মূল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল মানুষের ৫টি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা নিশ্চিত করা। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মানুষের ৫টি মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুত বঞ্চিত এলাকায় বিদ্যুৎ দিয়ে আলোকিত করেছেন। বর্তমানে সারা দেশে মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও ঔষধ সরবরাহ করা হচ্ছে। ফলে জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হচ্ছেন। প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনার কারণে দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। ব্যাংকে রিজার্ভ বেড়েছে। দেশ এখন মধ্যম আয়ের দিকে এগুচ্ছে। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য দেশের মানুষের সেবা করা। তিনি মানুষের সেবা করার মনোবৃত্তি নিয়ে চিকিৎসক ও নার্সদের প্রতি কাজ করার আহ্বান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার বিকেলে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে, ডা. রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক কমল রতন সাহা, নির্বাহী প্রকৌশলী এ কে এম বদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম, ডা. জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ প্রকৌশলী মোঃ মনিরুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, নজরুল ইসলাম মিফতাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম খোকন, মইন উদ্দিন, আব্দুল মালিক সাইস্তা, কমর উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, আব্দুল কাইয়ুম, দুলা মিয়া, মীর সাখাওয়াত হোসেন তরু, সেলিম আহমদ মেম্বার, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, শাহজাহান শাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, প্রবাসী হোসেন আহমদ, ব্যবসায়ী অলিদ আহমদ চৌধুরী, এড. আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সভাপতি বিজন দেব নাথ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, সহ সভাপতি ডি এম ফয়ছল, পারভেজ আহমদ, মাহবুবুল ইসলাম চৌধুরী মিসলু, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কামরানুল ইসলাম কামরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী নূরউদ্দিন। উল্লেখ্য, ৪ তলা বিশিষ্ট হাসপাতাল (ট্রমা সেন্টার সহ), পাশে রয়েছে ডাক্তার, নার্সদের জন্য ৮ ইউনিটের ৪ তলা ভবন। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস আলী এন্ড সন্স। বিজ্ঞপ্তি