সুনামগঞ্জে নতুন কারাগারে আসামী স্থানান্তর

103

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
৬৫৫ জন হাজতী ও ৬০ জনের মতো লোকবল নিয়ে গতকাল শুক্রবার সকালে স্থানান্তরিত হয়েছে সুনামগঞ্জের নতুন কারাগার। জেল সুপার ফনীভূষন দেবনাথ ও জেলার আবু নুর মোহাম্মদ রেজা জানান, জেলা প্রশাসকের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পর্যাপ্ত পরিমাণ পুলিশ র‌্যাব ও বিজিবি সদস্যদের কড়া সতর্ক প্রহরায় শহরের জেল রোডস্থ পুরাতন কারাঘার থেকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামস্থিত নতুন কারাগারে আসামীদের স্থানান্তর করা হয়েছে। বিষয়টি জেনে কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত জেলার ও সুনামগঞ্জের দিরাই উপজেলার গচিয়া গ্রামের কৃতিসন্তান নেসার আলম মুকুল। তিনি বলেন, দেরীতে হলেও আমার জেলাবাসী নতুন কারাগারের যাত্রা শুরু হওয়ায় এর সুফল ভোগ করতে সক্ষম হবেন। নতুন কারাগারটি স্থাপনের মধ্যে দিয়ে আমাদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হলো। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নতুন কারাগারটি নির্মাণ করা হয়েছে। পূর্বের কারাগারে আসামীদের ধারণ ক্ষমতা ছিলো মাত্র ১০৪ জন। সেখানে ১০৪ জনের জায়গায় ৬০৪ জন আসামীকে অবস্থান করতে হতো। স্থান সংকুলান না হওয়ায় হাজতীদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। এখন আমরা একটি বড় সমস্যাই সমাধানে সচেষ্ট হয়েছি। আশা করছি সুরমা ব্রীজসহ অন্যান্য বড় ধরনের স্থাপনার সাথে প্রধানমন্ত্রী নতুন কারাগারটিরও আনুষ্টানিক শুভ উদ্বোধন করবেন। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের সাথে নতুন কারাগারটি উদ্বোধনের জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।