নবীগঞ্জ গোপলারবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

57

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলারবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।  শনিবার দেবপাড়া ইউনিয়ন কমপ্লেক্সে সকাল ৯টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত  শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠি হয়।এতে ১১পদে ২১জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।  সভাপতি পদে ৩জন প্রার্থীর মধ্যে মোস্তাকিম আলী ছাতা মার্কায় ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইসলাম উদ্দিন ঘোড়া মার্কায় ৬৭ভোট পেয়েছেন, মোঃ কমরু মিয়া আনারস মার্কায় ৩৯ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ২জন প্রার্থীর মধ্যে মোঃ হেলাল মিয়া তালা মার্কায় ১৬৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলু মিয়া রিকর্সা মার্কায় ৮০ভোট পেয়েছেন।  সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী’র মধ্যে মোঃ হায়দার আলী ফুটবল মার্কায় ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম চৌধুরী হরিণ মার্কায় ১২২ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী’র মধ্যে মোঃ জয়নাল মিয়া মোরগ মার্কায় ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ কলস মার্কায় ১০৮ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রার্থী’র মধ্যে মোঃ নুরুল আমিন দেয়াল ঘড়ি মার্কায় ১৬১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমেল আহমেদ মোমবাতি মার্কায় ৮৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ২জন প্রার্থী’র মধ্যে শাহ আবুবকর চাকা মার্কায় ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ মাছ মার্কায় ৯৬ভোট পেয়েছেন। সদস্য পদে ৮জন প্রার্থী’র মধ্যে বিজয়ী হয়েছেন ৫জন মোঃ বাবুল মিয়া টিউবওয়েল মার্কায় ১৭৮ভোট পেয়েছেন, মোঃ জসিম মিয়া বাইসাইকেল মার্কায় ১৪৫ভোট পেয়েছেন, মোঃ আঃ মুহাইমিন টিয়াপাখি মার্কায় ১৩৪ভোট পেয়েছেন, মোঃ সেলিম মিয়া হাঁস মার্কায় ১০৮ভোট পেয়েছেন,মোঃ ফয়সল আহমেদ মই মার্কায় ১০৮ভোট পেয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী ৩জন সুমন মিয়া হাতি মার্কায় ৮৩ভোট পেয়েছেন, বেলাল মিয়া আম মার্কায় ৮২ভোট পেয়েছেন, শহিদুল ইসলাম চশমা মার্কায় ৫৫ভোট পেয়েছেন। নির্বাচন চলাকালীন সময় নির্বাচনকেন্দ্র পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ,সাবেক চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম প্রমুখ।