এহিয়া ওয়াকফ এস্টেট-এর ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভাগীয় কমিশনার ॥ সুস্থ জাতি গঠনে তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

127

DSC_0246 copyসিলেটের বিভাগীয় কমিশনার মোছা: নাজমানারা খানুম বলেছেন- সুস্থ জাতি গঠনে তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এজন্য স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন- বর্তমান সরকার দেশের সব জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নানামুখী পদক্ষেপের কারণে মানুষ খাতে সেবাও পাচ্ছে।
তিনি গতকাল দুপুরে সিলেট নগরীর বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব এর সভাপতিত্বে ও খান বাহাদুর ওয়াকফ এস্টেট সিলেটের ম্যানেজার আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক ফখরুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজম মুনিরা, সহকারী কমিশনার (ভূমি) রুজিনা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খান বাহাদুর ওয়াকফ এস্টেট সিলেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহীদ মোবারক, নায়েব সিরাজুল ইসলাম খান, ফয়েজ আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদ চৌধুরী, সমাজসেবী মোস্তফা কামাল, সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম, সমাজসেবী মাকসুদুল করিম চৌধুরী প্রমুখ।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, বিশ্বনাথের স্বাস্থ্য কর্মকর্তা সালমা আক্তার, ডা. দেবাশীষ দাস ও ডা, ফাইকা মোবারক। বিজ্ঞপ্তি