গণদাবী ফোরামের আলোচনা সভা ॥ প্রবাসীদের হয়রানী নিরসনকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী

37

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ৬ নং সুরমা ম্যানশন ৩য় তলাস্থ ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসীদের জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক একাউন্ট খোলা, আয়কর নিবন্ধন, কোম্পানী রেজিষ্ট্রেশন, ব্যবসার লাইসেন্স গ্রহণ, পাসপোর্ট গ্রহণ ইত্যাদি কাজে জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদের দোহাই দিয়ে সৃষ্ট জটিলতা নিরসনকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় সিলেটে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সিলেট বিভাগে চুরি, ডাকাতি, ছিনতাই-রাহাজানি, খুন, গুম, নারী ও শিশু নির্যাতন, গুপ্ত হত্যা ইত্যাদি রোধকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করার দাবী জানানো হয়।
আলোচ্য বিষয়ে সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, মুক্তিযোদ্ধা মোঃ মানিক মিয়া, সমাজসেবী শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, সিলেট জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আইয়ুব আলী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, শিক্ষক আব্দুল মালিক, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, আবেদ আক্তার চৌধুরী, কন্ঠশিল্পী তুহিন আহমেদ, তামিম চৌধুরী আপন, কয়েছ আহমদ সাগর, এম.এ. পাশা, শওকত আলী, মাওলানা মতিউর রহমান চৌধুরী, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, সমছু মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল হাকিম, মো: আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি