জঙ্গিবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – ডিআইজি কামরুল আহসান

75

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম বলেছেন, অপরাধ কর্মকান্ডের সঙ্গে পুলিশের কোন আপোষ Photo-Biswanath, Sylhet 18.10.17নেই। বিশ্বনাথের অপরাধ নির্মূলে থানা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম বাড়াতে হবে। তিনি জঙ্গিবাদকে দেশের প্রধান সমস্যা আখ্যায়িত করে বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ, জনতা ও কমিউনিটি পুলিশং কমিটি এক সাথে কাজ করতে হবে। গতকাল বুধবার দুপুরে বিশ্বনাথ থানায় ওপেন হাউস-ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও ওসি (তদন্ত) কামাল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমদ, উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ ও ব্যবসায়ী জয়নাল মিয়া।
এর আগে উন্মোক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জহুর আলী মেম্বার, ব্যবাসয়ী ওয়ারিছ খান, সমরেন্দ্র বৈদ্য, খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, দৈনকি সিলেট বাণী’র বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালাম, ব্যবসায়ী হাবিবুর রহমান, বিপ্লব দে, রহমাত আলী, নাট্যকর্মী ফজল খান, তজম্মুল আলী, গৌরাঙ্গ মালাকার, আলাউদ্দিন, আব্দুস সালাম মুন্না প্রমুখ।