নিজেদের অস্তিত্বের স্বার্থে আমাদেরকে ইতিহাস সচেতন হতে হবে —- গিয়াস উদ্দিন আহমদ

37

আল্লাহ প্রেমিক যেসব মুমিনের কারণে এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন হযরত শাহজালাল (রহ.)। তাঁরই সুযোগ্য শিষ্য হযরত শাহ কালু (রহ.)-এর দাওয়াতের কারণে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আমাদেরকে সত্যিকার মুসলমান হতে হলে আল্লাহ প্রেমিক মানুষের জীবনী পড়ে শিক্ষা অর্জন করতে হবে। নিজেদের অস্তিত্বের স্বার্থে আমাদেরকে ইতিহাস সচেতন হতে হবে।
কৈতর সিলেট আয়োজিত বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ মাহবুবুর রহমান চৌধুরী সম্পাদিত ‘আউলিয়াকুল শিরোমণি হজরত শাহ কালু (রহ.)-এর জীবনী ও বংশধর’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সাবেক পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন আহমদ এ কথা বলেন। কৈতর সিলেট-এর উদ্যোগে ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি সাংবাদিক-সংগঠক সেলিম আউয়ালের সভাপতিত্বে গত রোববার সংসদের সাহিত্য আসর কক্ষে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট এক্সপ্রেস ডটকমের স্টাফ রিপোর্টার তাসলিম খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী, বিশেষ অতিথির হিউম্যান রাইট পিস ফর বাংলাদেশ, সিলেট-এর প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট আইনজীবী ফেডারেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। সভায় লেখক অনুভূতি প্রকাশ করেন গ্রন্থের সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী এবং মূল প্রবন্ধ পাঠ করেন কবি-সাংবাদিক মো. আব্দুল বাছিত।
বাংলাদেশ ফটো জার্নাালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মো. আব্দুর রউফ, লেখক সৈয়দ মোহাম্মদ তাহের, সাবেক এপিপি এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, ঔপন্যাসিক আলেয়া রহমান, বিশ^নাথ উপজেলার একাডেমিক পরিদর্শক মো. ফজলুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শামসীর হারুনুর রশীদ। বিজ্ঞপ্তি