ছাতকে গৃহবধূর মৃত্যু

44

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে খাদেজা বেগম (২১) নামের অন্ত:সত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের ময়না মিয়ার পুত্র লেগুনা চালক তাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ খাদেজা বেগম তার স্বামীর বাড়িতে রান্না করা নিয়ে শাশুড়ি আনফুল বেগমের সাথে ঝগড়া হয়। এর কিছু সময় পর খাদেজা শাশুড়ির সাথে অভিমান করে কীটনাশক পান করে আহত হয়। পরে পরিবারের লোকজন গৃহবধূ অন্ত:সত্ত্বা খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মৃত্যু হয়। থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গৃহবধূ খাদেজার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে জানাযা নামায শেষে পিত্রালয় গণেশপুরস্থ পঞ্চায়েত কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।