বার্মায় মুসলমানদের গণহত্যা বন্ধ করুন ——–মাওলানা মাহফুজুল হক

109

BANGLADESH KHELAFAT MAJLIS Photo-(1)-06-10-17বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার লালদিঘীর পারস্থ মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ¦ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব জননেতা মাওলানা মাহফুজুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আরাকানী মুসলমানদের উপর গণহত্যা বন্ধ ও মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ এবং নাগরিক অধিকার দিয়ে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। তিনি অবিলম্বে গণহত্যা বন্ধে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রমকে আরো মজবুত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে মজবুত করতে হবে।
সদস্য সংগ্রহ মাহফিলে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা তফাজ্জুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ, মাওলানা ফাহাদ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীন আহমদ রাজু, হাফিজ কয়েস আহমদ, বায়তুল মাল সম্পাদক মো: আব্দুল গাফফার, প্রচার সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, সহ-প্রচার সম্পাদক হাফিজ এখলাছুর রহমান, অফিস সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, মো: আব্দুল আজিজ, মাওলানা কমর উদ্দিন, মাওলানা শাহিদুর রহমান, মাওলানা ছানা উল্লাহ, মাওলানা আব্দুল মালিক, রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা আবুল কালাম প্রমুখ।
উদ্বোধনী মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েকজন ব্যক্তি খেলাফত মজলিসের আদর্শ ও উদ্দেশ্যের সাথে একমত হয়ে মহাসচিবের কাছে সদস্য ফরম পুরণ করে সংগঠনে যোগদান করেন। বিজ্ঞপ্তি