সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাদিমপাড়া ইউনিয়নের কর্মীসভা ॥ ছাত্র রাজনীতির আদর্শিক ধারাকে শক্তিশালী করুন

18

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাদিমপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা গতকাল ৬ অক্টোবর বিকাল ৪টায় শাহপরাণ গেইটে অনুষ্ঠিত হয়। খাদিমপাড়া ইউনিয়ন ছাত্র ফ্রন্টের সংগঠক পল্লব সাহার সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সঞ্জয় শর্ম্মা, খাদিমপাড়া ইউনিয়নের ইমা আক্তার, সঞ্জিত শর্ম্মা, মিটু দাস, আরমান আহমদ, নয়ন প্রমুখ।
কর্মী সভায় বক্তারা বলেন, সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, এ কি ধারায় শিক্ষানীতির জন্য এদেশে ছাত্রসমাজ দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছে। ছাত্র সমাজের এই প্রাণের দাবি এ দেশের শাসকগোষ্ঠী বারবার উপেক্ষা করে চলছে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাকে আজ মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত করা হচ্ছে। বর্তমান সরকার একদিকে নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করে আসছে, অন্যদিকে পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, উপেন্দ্র কিশোর রায়, হুমায়ূন আজাদ সহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক লেখকদের লেখা বাদ দিয়ে লৈঙ্গিক বৈষম্যপূর্ণ, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে রচিত গল্প, প্রবন্ধ, কবিতা যুক্ত করা হচ্ছে। ফলে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ তৈরী হচ্ছে। বক্তারা শিক্ষার অধিকার রক্ষায় ছাত্ররাজনীতির আদর্শিক ধারাকে শক্তিশালী করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি