যে কোন মূল্যে এবার হাওর রক্ষা করা হবে – জেলা প্রশাসক সাবিরুল ইসলাম

45

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেছেন,যে কোন মূল্যে এবার সুনামগঞ্জ জেলার সকল হাওর রক্ষা করা হবে। গত বছরের মতো এবার যেন কৃষকদের সোনার ফসল তলিয়ে না যায়, সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। হাওর রক্ষা বেড়িবাঁধের কাজ সঠিকভাবে ও যথা সময়ে করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, শহিদুল ইসলাম রানা, সিরাজুল হক প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সরকারিভাবে তাল গাছের রোপণের উদ্বোধন করেন ও সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম।