মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ সম্ভব ——– বদর উদ্দিন কামরান

70

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ সম্ভব। তিনি গত ২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৪ বাংলার ৪ দিনব্যাপী বার্ষিক উৎসবের শেষ দিন ধর্মসভা, সম্মাননা, উপেন্দ্র চন্দ্র দাশ-প্রভাসিনী দাশ শিক্ষা বৃত্তি ও সুরেশ চন্দ্র বণিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ধর্ম যারা যার উৎসব সবার। সেই উৎসব উদযাপন করতে গিয়ে যতদিন আমাদের মাতৃজাতিকে সম্মান দিতে না জানব ততদিন সমাজে মায়েরা সুযোগ্য স্থানে অধিষ্ঠিত হবে না।
পরিষদের সভাপতি সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ চন্দ্রনাথানন্দজী মহারাজ, মহালায়ার প্রাক্তন সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, মহালায় যুগ্ম সমন্বয়কারী জলধীর রঞ্জন চৌধুরী, মহালয়ার উপদেষ্টা শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। বক্তব্য রাখেন এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা প্রণব দেবনাথ, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, স্বপন চক্রবর্ত্তী, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, কবি সুমন বণিক, অধ্যাপক অনবীর রায়, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, জ্যোতি মোহন বিশ^াস, অরুণ কুমার বিশ^াস, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, রাজীব দে, রনী চন্দ্রশীল সিদ্ধার্থ দে প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শীলা চৌধুরী, শাশ^তী পাল সোমা ও বিনয় ভূষণ তালুকদার। সভায় রতœগর্ভা মাতা হিসেবে হবিগঞ্জের সুকৃতি দাশ, মৌলভীবাজারের হেলা রাণী ধর, সুনামগঞ্জের ফুলতি রায়, সিলেটের অনিমা দাশ কে এবং ধর্ম ও সমাজসেবায় অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ ও শচীন্দ্র লাল সরকার কে সম্মাননা প্রদান করা হয়। কবি সুমন বণিক এর সম্পাদনায় ‘অরুণ আলোর অঞ্জলি’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ৯টায় আয়োজিত রক্তদান কর্মসূচীতে সভাপতিত্ব করেন কর্মসূচীর আহবায়ক নিরঞ্জন চন্দ্র চন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ আরমান আহমদ শিপলু, অবসরপ্রাপ্ত ব্যাংকার নীরেশ চন্দ্র দাশ প্রমুখ।
এদিকে সকাল সাড়ে ১০টায় মাতৃসঙ্গীত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী পরিষদকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এছাড়াও দুপুরে প্রসাদ বিতরণ ও সর্বশেষে পুরস্কার বিতরণ ও অসহায়দের মধ্যে বস্ত্রদান সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি