জৈন্তাপুর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকসহ সিএনজি চালক গ্রেফতার

25

স্টাফ রিপোর্টার :
জৈন্তাপুর থেকে ৬টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকসহ (ইলেকট্রিক ডেটোনেটর) কিবরিয়া আহম্মেদ (২৪) নামের Press note 07.09.2017 Splএক সিএনজি অটোরিক্সা চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। সিম্ফনি মোবাইলের বক্সে করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নগরীতে নিয়ে আসছিল ওই চালক। গত বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে হরিপুর এলাকার করিসেরপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিবরিয়া আহম্মেদ জৈন্তাপুরের নয়াখেল দক্ষিণের ইজাজুল হকের পুত্র। বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাও আটক করেছে র‌্যাব।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯’র সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি পিযুষ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিসেরপুর ব্রীজ এলাকায় নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিক্সা আটক করে তল্লাশি করা হয়। এ সময় অটোরিক্সার পেছনের সিটের নিচে সিম্ফনি লেখা বক্সের ভেতর ৫০ গ্রাম ওজনের তারসহ ৬ পিস ইলেকট্রনিক ডেটোনেটর ও প্রায় পৌণে ১ কেজি ওজনের ৬ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল উদ্ধার করা হয়। বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় অটোরিক্সা চালক কিবরিয়াকেও গ্রেফতার করা হয়। তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।