বিএনপি-জামায়াত দিয়ে দেশেকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র বানিয়েছিল ————–শিক্ষামন্ত্রী

49

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন হয়েছে DSC02892 copyতা অতীতে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে প্রতিটি ক্ষেত্রে যুগান্তরকারী পরিবর্তন এনেছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করতে হবে। বিএনপি আবারো ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন পিছিয়ে যাবে। বিএনপি জামায়াত ক্ষমতায় এসে কোন উন্নয়ন করে নাই বরং দেশের টাকা লুটপাট করে দেশকে পিছনের দিকে নিয়ে গেছে। আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই শ্লোগান দিয়ে দেশেকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র বানিয়েছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশে যে সকল উন্নয়ন হয়েছে তা বেস্তে যাবে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের ইতিহাসে বিগত ১শত বছরে তা হয়নি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে শিক্ষা, কৃষি, মৎস ও বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। আমাদের দেশের চাহিদা মিটিয়েও অনেক পণ্য বিদেশে রপ্তানি করতে পারি। আগে দেশে বন্যা বা দুর্ভিক্ষ দেখা দিলে আমরা বিদেশ থেকে সাহায্য আনতে হতো। অন্যের কাছে হাত পাততে হতো। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর অন্যের কাছে হাত পাততে হয় না। শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষাক্ষেত্রে গত ১০০ বছরে এদেশে যে উন্নয়ন হয়নি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তা হয়েছে। শুধুমাত্র সিলেট বিভাগেই প্রাথমিকে আড়াই গুণ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩ গুণ কলেজে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আর শিক্ষার কথা বাদিই দিলাম দেশের জনগন তথা সারা দুনিয়া বলবে কতটুকু আমরা এগিয়েছি। দেশে এখন ঝরে পড়ার হার একবারেই নগণ্য। ৯৯.৪৭% শিক্ষার্থীকে আমরা বিদ্যালয়গামী করতে পেরেছি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছেলে ও মেয়েদের উপস্থিতি প্রায় সমান। বর্তমানে বাংলাদেশে ৫ কোটি শিক্ষার্থী ও ২৫ লক্ষ শিক্ষক রয়েছেন। মাদ্রাসা শিক্ষার প্রসারে আওয়ামীলীগ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমারা মোট ১৩৩২ টি মাদ্রাসা ভবন করে দিয়েছি। যা অতীতে কেউ করে দেখাতে পারেনি। গোলাপগঞ্জে আমরা ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ও ৭টি মাধ্যমিক স্কুলকে কলেজে রূপান্তর করে দিয়েছি। মন্ত্রী আরো বলেন, সরকার দেশের উন্নয়নে শিক্ষার পাশাপাশি গরীব ও মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের মধ্যে রোড মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বিশ্বের প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জের সাথে সকল কাজের মোকাবিলা করতে পারবে। সে লক্ষ্যে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোঃ খায়রুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছালিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ওয়াদুদ মিয়া, জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা, লক্ষ্মীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাউহিদ আহমদ, শফিকুর রহমান, নুরুল আলম, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, রুমেল সিরাজ, আলিম উদ্দিন বাবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, সহ-সভাপতি সুমন আলী, পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক নাদিম মহমুদ শিপলু উপজেলা ছাত্রলীগ নেতা মাজেদ শরিফ চৌধুরী প্রমুখ। এদিকে বিকাল ৩টায় শিক্ষামন্ত্রী ভাদেশ্বরে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।