সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ পথে ধাবিত করার বীজ বপন করা হয়েছে – বিভাগীয় কমিশনার

73

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের জন্য সততা ষ্টোর নামের বিক্রেতাবিহীন D--1একটি দোকান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্নীতিদমন কমিশন সিলেটের উদ্যোগে বিদ্যালয়ের নিচতলার একটি কক্ষে সততা ষ্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন কালে  প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, বিক্রেতাবিহীন সততা ষ্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের সৎ পথে ধাবিত হওয়ার একটি বীজ বপন করা হয়েছে। সৎ জাতি গঠনে এটি নুতন প্রজম্মের শিক্ষার্থীদের জন্য প্রভাবক হিসেবে কাজ করবে। তিনি বলেন, সততার সহিত জীবন পরিচালনা করলে তার স্থান হয় সমাজের সর্ব ঊর্ধ্বে। আলোকিত ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে অসৎ ব্যক্তি ও দুর্নীতিবাজদের ঘৃনা করে সততার সহিত জীবন গঠনের শপথ নিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের দাবীর প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ে একটি ভবনসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, দুদক সিলেটের উপ-পরিচালক তাজুল ইসলাম ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মলি¬¬ক। সভায় সততা ষ্টোরের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।