দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন

35

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ ছাতক উপজেলা নামে স্বতন্ত্র উপজেলার দাবিতে সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে আবেদন করা হয়।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ আবেদন করেন দক্ষিণ ছাতকবাসী। সিলেট বিভাগীয় কমিশনারের পক্ষে আবেদনপত্র গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আ.ন.ম. ওহিদ কনা মিয়া, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্যের আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সদস্য সচিব অধ্যাপক খসরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল সালাম আল মাদানী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, ডা. শাহ সৈয়দুর রহমান, দবিরুল ইসলাম, এম.এ কবির, আবর মিয়া পীর, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবু তাহের, শফিক আহমদ, ছাদিকুর রহমান ছাদিক, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান মুহিত, সংগঠনের মিডিয়া উইং ফয়সল আহমদ বাবুল, মিডিয়া উইং আশরাফুর রহমান জুয়েল, মিডিয়া উইং মাওলানা সৈয়দুর রহমান, সামসুদ্দিন, হাবিবুর রহমান, পিয়ার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি