সংসদে ষোড়শ সংশোধনী আবার পাস করা হবে – অর্থমন্ত্রী

37

স্টাফ রিপোর্টার :
উচ্চ আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী আবারও সংসদে পাস করা হবে বলে DSC_0094মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, সংসদে আমরা আবারও ষোড়শ সংশোধনী পাস করবো। এবং অনবরতভাবেই এটি করতে থাকবো। দেখি তা কতো দূর যায়। আরো বলেন, বিচারকরা জনগণের প্রতিনিধিদের উপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারদের এমন আচরণ ঠিক নয়।
এ সময় অর্থমন্ত্রীর সাথে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।pic-4.8.17-2
উল্লেখ্য, ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা সরকারের আপিল গত ৩ জুন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খারিজ করে দেন। এর ফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতেই থাকছে।