বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই

3

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে অগ্রনী ভ‚মিকা রাখতে পারে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তাই কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি আরো বলেন, লাল সবুজের পতাকাকে এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন। সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভ‚মিকা রাখছে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নির্মানের আতুরঘর পলিটেকনিক ইন্সটিউট। জাতির পিতা সবসময় চাইতেন এদেশের মানুষ যোগ্য এবং দক্ষ হয়ে প্রকৃত সোনার মানুষে পরিনত হবে। তাই সঠিক ভাবে পড়াশোনা করে নিজের যোগ্যতা এবং মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে বহ‚দূর। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাকটর দেবযানী চৌধুরী ও রুনা লায়লার যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ রিহান উদ্দিনের সভাপতিত্বে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ সিলেট জেলার সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চীফ ইন্সট্রাক্টর এ কিউ এ জোবায়ের আহমেদ, শিক্ষক সমিতির সদস্য ও ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, মেকানিকাল বিভাগের ক্রাফট ইন্সট্রাকটর আবদুল মুকিত, আর এস বিভাগের প্রধান দেবাশীষ দত্ত পুরকায়স্থ, একাডেমীক ইন চার্জ ও পাওয়ার বিভাগের বিভাগীয় প্রধান মোঃইকবাল চৌধুরি, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল, সিলেট পলিটেকনিক ইনষ্টিউটের ৭ম পর্বের শিক্ষার্থী রাহিম আহমেদ রাহি এবং ইন্সটিউটের ৩য় পর্বের শিক্ষার্থী রশিদুল ইসলাম। এসময় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে অনুষ্ঠানের প্রাক্কালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব এবং সিলেট পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি