মানবিক সাহায্যের আবেদনে লাক্কাতুরায় শুরু হয়েছে নারী উদ্যোক্তা সোসাইটির ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

80

স্টাফ রিপোর্টার :
একটি মানবিক সাহায্যের আবেদন নিয়ে শহরতলীর লাক্কারতুরা বাজার সংলগ্ন খেলার মাঠে তৃণমূল নারী উদ্যোক্তা DSC_0208সোসাইটির ব্যানারে গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মেলায় দেশী-বিদেশী নানা পণ্য ক্রেতাদের আকৃষ্ট করছে। মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে মেলা অনুষ্ঠিত হওয়ার কারণে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা দর্শনাতি মেলা প্রাঙ্গণে যাচ্ছেন। মেলাকে কেন্দ্র করে আয়োজক কর্তৃপক্ষ গোটা মাঠ এলাকা মনকাড়া আলোকসজ্জাসহ দৃষ্টি নন্দন বেশ কয়েকটি তোরণ নির্মাণ করেছেন। পাশাপাশি ক্রেতাদের সুবির্ধা ও নিরাপত্তার স্বার্থে নিজস্ব সেচ্ছাসেবক ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রাশসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুরুষ ও মহিলা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম সার্বক্ষণিক মেলা প্রাঙ্গণে অবস্থান করছে। মেলায় আগত ক্রেতা দর্শনাতীদের জন্য পাকিং জোন, টয়লেট ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের জন্য মেলার ভেতরে নানা বিনোদনসামগ্রী রাখা হয়েছে। এছাড়া মেলায় বিশাল একটি নৌকা রাখা হয়েছে যা আকৃষ্ট করেছে সকল শ্রেণীর মানুষদের।
মেলার আয়োজক নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শাহিন আক্তার সাথী জানান, অসহায় ও দুস্থ তৃণমূল নারী এবং বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বীর প্রতীক ও মারিয়ান চৌধুরী দম্পতির পুত্র ডেভিট এনামের চিকিৎসার সাহায্যের্থে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অনুষ্ঠিত র‌্যাফেল ড্র থেকে প্রাপ্ত অর্থ এক হাতে প্রদান করবেন। আয়োজকরা জানিয়েছেন মেলার জন্য  তারা সরকারের সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর থেকে যথাযথ অনুমতি নিয়েই এ মেলার আয়োজন করেছেন। যে কারণে এ নিয়ে বিভ্রান্তি হওয়ার কোন অবকাশ নেই।