সিকৃবিতে কর্মশালায় অংশ নিচ্ছেন আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের দুই প্রফেসর

25

বিভিন্ন সভা ও কর্মশালায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কেভিন ডগলাস হপকিন্স ও মার্গারিটা লেইসান হপকিন্স সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কোর্স কারিকুলা সংক্রান্ত সভা ও কর্মশালায় অংশ নিতে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় তারা বার দিনের সফরে সিলেট এসেছেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় উচ্চ মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অন্তর্ভূক্ত এ কর্মশালায় অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছেন। আগামী ২২ জুলাই পর্যন্ত সিলেটে অবস্থান করবেন। সিলেট অবস্থানকালে ঐতিহ্যবাহী নানা স্থানও পরিদর্শন করবেন।
মঙ্গলবার দুপুরে তারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পৌছান। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ড. এম এম মাহবুব আলম, উইনরক ইন্টারন্যাশনালের সুশান্ত কুমার সরকার প্রমুখ। মতবিনিময়কালে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বিভিন্ন ধরণের গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি