সরকার বন্যার্তদের পাশে নেই – ফয়সল চৌধুরী

7

সিলেটে-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সাবকে সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, সিলেটের বন্যার্তরা অসহায়। সরকারের মন্ত্রী এমপি আমলারা তাদের পাশে নেই। তারা নিজেদের নিয়ে ব্যস্ত। এমন কঠিন সময়ে যখন সবাইকে দলমত নির্বিশেষ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমব্যথী হওয়ার কথা, তখন প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এমপি ও সাংসদরা নানা উৎসব অনুষ্ঠানে ব্যস্ত।
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে নিয়ে নিষ্ঠুর উপহাস করছে সরকার। অবিলম্বে তাদের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি সমাজের চিত্তশীল বিত্তবান মানুষদেরও বানভাসিদের পাশ দাঁড়ানোর আহ্বান জানান।
ফয়সল চৌধুরী বুধবার (৬ জুলাই) গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে বানভাসিদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখনে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজলো বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, কামরুজ্জামান দারা প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনির উদ্দিন, কলা মিয়া, মছব্বির আলী, জহির উদ্দিন, নজরুল ইসলাম, নছির উদ্দিন, কয়েছ উদ্দিন, এমাদ আহমদ, আখতার উদ্দিন মাষ্টার, শাহান, নজরুল, কামাল উদ্দিন, জয়নাল উদ্দিন, মোবারক আলী, নছির আলী, রাসেল আহমদ, রফিক উদ্দিন, আব্দুল মতিন, মইন উদ্দিন, ইসমাইল আলী, জোসেফ আহমদ, তানু মিয়া, জেলা ছাত্রদল নেতা শাহান, সুহেল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদসহ উপজলো, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মানুষ। বিজ্ঞপ্তি