জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভা ॥ প্যাকেজ ভ্যাট আদায়ের উদ্যোগ

35

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ জুলাই) সন্ধ্যায় পরিষদের জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সিনিয়র সভাপতি আব্দুল মুনিম মল্লিকের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মো: নাজমুল হক।
মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি শামসুল আলম, আব্দুল আজিজ, আলা মিয়া, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাজী সাদিকুর রহমান, লন্ডন ম্যানশনের সাবেক সভাপতি জাবেদুর রহমান, সহপ্রচার সম্পাদক শাহ টিপু সুলতান, মিতালী ম্যানশনের সাধারণ সম্পাদক মো: ওলিউর রহমান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমদ লোকমান, দপ্তর সম্পাদক ইয়াসিন সুমন, ব্লু ওয়াটার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক এম.জি.সুহিন, কাকলী শপিং সেন্টারের ব্যবসায়ী জাকারিয়া ইমরুল, মো: শিপর খান, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সুহেল মাহমুদ, এলামুল ইসলাম প্রমুখ।
সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় আগামী ৩০ জুলাইয়ের ভিতরে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অন্তর্ভুক্ত সকল মার্কেট, সমিতির ও বিভিন্ন বাজার সমিতি নিজ নিজ উদ্যোগে ২০১৬-১৭ অর্থ বছরের প্যাকেজ ভ্যাট প্রদানের দায়িত্ব দেয়া হয়।
পরিষদের সহ সাধারণ সম্পাদক ও আম্বরখানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদের উপর হয়রানীমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সভায় বক্তারা। এছাড়া আম্বরখানার ব্যবসায়ী রুমেল আহমমেদ অভিনব পন্থায় ছিনতাই এর শিকার হওয়ায় ও সিলেট মহানগরীতে ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। বিজ্ঞপ্তি