কানাইঘাট কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের শক্তির মহড়া, দিনভর উত্তেজনা

128

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট কলেজের একাদ্বশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে নবাগত শিক্ষার্থীদের দলে বেড়াতে ছাত্র সংগঠনগুলো বেশ কয়েকদিন ধরে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছিল। বিশেষ করে কানাইঘাট উপজেলা শাখা নবগঠিত ছাত্রলীগ ও পদ বঞ্চিত বিদ্রোহী ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ গ্র“পে নবাগত শিক্ষার্থীদের দলে যোগদান এবং কলেজ ক্যাম্পাসে শক্তি বৃদ্ধি করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলে এ নিয়ে দ্বিধাবিভক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘাত এড়াতে গতকাল শনিবার কানাইঘাট কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে কলেজ ক্যাম্পাস, মনসুরিয়া পয়েন্ট এবং তার আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। কলেজের শিক্ষকরা ক্যাম্পাসের ভিতরে এবং ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাত এড়াতে ক্লাসরুম ও ক্যাম্পাসের ভিতরে অবস্থান নেন। যার ফলে কলেজ ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থী ছাড়া কোন ছাত্র সংগঠনের বহিরাগত নেতাকর্মীরা প্রবেশ করতে পারেনি। পুলিশি ব্যাপক তৎপরতা থাকায় নানা গ্র“পে বিভক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কোন ধরনের সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। কলেজ ক্যাম্পাসের বাহিরে এবং মনসুরিয়া পয়েন্ট সহ আশপাশ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্র“পে দ্বিধা বিভক্ত হয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে। প্রথমে দুপুর সাড়ে ১২টার দিকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের পাশ থেকে মিছিল বের করে সিলেট কাশ্মির সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কানাইঘাট বাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা আজমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য আবুল হারিছ, সদর ইউপি যুবলীগের আহবায়ক জালাল উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, হারুন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রোমান আহমদ, এমাদ উদ্দিন, রাশেদুল ইসলাম কামরান, রুবেল আহমদ, আবুল হোসেন, প্রতাব দেব, রেজওয়ানুল করিম জেকশন, হারিছ উদ্দিন হারিছ, আবু তাহের, ইফজাল হোসেন, সালে আহমদ, রুমান আহমদ, সনজিত রায়, রুবেল আহমদ, সালেক আহমদ,তাজুল ইসলাম, আবুল কালাম, রিয়াজ উদ্দিন, ফাহিম উদ্দিন, নাজরান প্রমুখ। এরপর পদ বঞ্চিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট থেকে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মিছিল কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ত্রিমোহনী পয়েন্টে এক ছাত্র সমাবেশে মিলিত। কানাইঘাট কলেজ ছাত্রলীগের বিদ্রোহী কমিটির সভাপতি শাহেদ আহমদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশফাক আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা আফজল হোসেন রিজভী, মহানগর ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের বিদ্রোহী কমিটির সভাপতি হুমায়ুন কবির তারেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হেসেন, কানাইঘাট পৌর শাখা ছাত্রলীগের বিদ্রোহী কমিটির সভাপতি ইয়াইয়া ডালিম, ছাত্রলীগ নেতা বখতিয়ার, আশরাফ চৌধুরী, দেলোয়ার, জামিল আহমদ, আফজল, মুন্না, অনুপ, অপন, মারুফ, জাকির, বাহার প্রমুখ। সভায় ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, আজকের মিছিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের যে কমিটি গঠন করা হয়েছে তা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। ত্যাগী ও পরীক্ষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবী জানিয়ে তারা বলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের ছাত্র সমাজের অধিকার বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, ছাত্রলীগ সেই সংগ্রাম ও ঐতিহ্য আজও ধরে রেখেছে। নবাগত শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান তারা। অপরদিকে উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যেগে নবীণ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাস সম্মুখ থেকে বেলা ১ টার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি কানাইঘাট বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেয়াম সেন্টারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন রশিদ রাজুর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান এইচ মিনুর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক উপজেলা আ’লীগের বর্তমান যুগ্ম আহবায়ক রিংকু চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা মিলন কান্তি দাস, জমির উদ্দিন কামরান, আহমদ সুলেমান। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল, কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, ছাত্রলীগ নেতা তানভীর, সোহাগ, জাকারিয়া, রানা, কামিল, মোহাম্মদ, ইমরান, শাহরিয়া, মাহফুজ সহ অসংখ্য নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। পথসভায় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শ্রী রিংকু চক্রবর্তী বলেন, ছাত্রলীগ হচ্ছে একটি শান্তিপ্রিয় ছাত্র সংগঠনের নাম। স্বাধীনতার সংগ্রাম থেকে প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। কোন ধরনের হানাহানি, সংঘাত মারামারিতে ছাত্রলীগ বিশ^াস করে না। কানাইঘাটে ছাত্র রাজনীতির নামে সব ধরনের নৈরাজ্য প্রতিহত করতে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়া নবগঠিত কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বেলা দেড়টায় কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট থেকে কলেজ ক্যাম্পাস সম্মুখ পর্যন্ত বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণের একটি মিছিল বের হয়। মিছিল পরবর্তী কলেজ ক্যাম্পাস সম্মুখে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ সভাপতি নোমান আহমেদ রুমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আজল হোসেন মিজানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. আখতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সিনিয়র সহ সভাপতি আশফাক জামান, মাহফুজ সিদ্দিকী, আল মাহমুদ ছাবিল, আব্দুস সমির, সাংগঠনিক সম্পাদক তানজিল আহমদ, আকসর আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দিলওয়ার হোসেন, উপ সমাজসেবা সম্পাদক আদিুলর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ওলিদ আহমদ, উপ শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক কামরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুল আলম তামিম, সাংগঠনিক সম্পাদক রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আলী রাজা, কলেজ ছাত্রলীগ সহ সভাপতি মাহবুব হুসেন রহমত, আব্দুল্লাহ আল হাদী মুন্না, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, দপ্তর সম্পাদক আলিম উদ্দিন, কলেজ ছাত্রলীগ নেতা সোহেল আহমদ, হাদী, জুবায়ের, শাকির, ইমরান, শহীদুল, মুহাম্মদ রানা, আওলাদ হোসেন, এম মারওয়ান, এম রায়হান, শালিক, উসামা, স্বাগত বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সুলতান আহমদ। ছাত্র সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, কানাইঘাট কলেজকে ছাত্রলীগের ঘাটিতে পরিণত করতে হবে। ছাত্রলীগের আদর্শ ছাত্র সমাজের কাছে পৌঁছে দিয়ে ঘরে ঘরে মুজিব সৈনিক সৃষ্টি করতে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের কোন ধরনের উসকানি ও সংঘাত পরিহার করে নবাগত শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান। অন্যদিকে ছাত্রলীগের আরো দু’টি গ্র“পের নেতাকর্মীরা কলেজের আশপাশ এলাকায় অবস্থান ও মিছিল করতে দেখা গেছে। এছাড়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক রুহুল আমিন ও সদস্য সচিব জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার নেতৃত্বাধীন ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের সম্মুখ থেকে বেলা ১টার দিকে পৃথক মিছিল বের করে। আবুল বাশার নেতৃত্বাধীন ছাত্রদলের নেতাকর্মীরা কানাইঘাট পূর্ব বাজারে বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ করে। কানাইঘাট কলেজ ছাত্রদলের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম আমিন। বক্তব্য রাখেন ছাত্রনেতা শাইয়ান আহমদ, দুলাল আহমদ, শিব্বির আহমদ, শিপ্লুজ্জামান, ফাহিম আহমদ, আব্দুর রহমান, রেজওয়ান আহমদ, মারুফ আহমদ প্রমুখ। এ সময় বক্তরা বলেন শহীদ জিয়াউর রহমান ১৯৭৯ সালের পহেলা জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের নিয়ে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রদল সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ এদেশের ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নের জন্য আজও সংগ্রাম ও লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে যে আন্দোলন সংগ্রাম শুরু হবে সেই সংগ্রামে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী এবং ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মনসুরিয়া মাদ্রাসার পাশে অবস্থান নিলেও কোন মিছিল সমাবেশ করেনি।