দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মরহুম মাহমুদ আলী গেদন মিয়াসহ ইউনিয়নের প্রয়াত গুণীজন স্মরণে জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী।
ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী জয়নুল্লাহর সভাপতিত্বে ও জাপা নেতা মো. ছানাউল হক ছানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উছমান আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলেমান হোসাইন, জেলা আওয়ামী লীগ নেতা শাহিন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তপন পাল, জেলা জাপা নেতা দৌলা মিয়া, ফখরুল ইসলাম সুহেল, জেলা ছাত্র সমাজের আহবায়ক ফয়জুর রহমান ফয়েজ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি জাপার সাধারণ সম্পাদক, লোকমান মিয়া, যুব-সংহতি নেতা সুহেল আহমদ, শাহজাহান, শাহেদ আহমদ, রকছা মিয়া, আলাউদ্দিন লকুছ, ফিরুজ মিয়া, সেলিম আহমদ, সাইফুল হক, রুহেল আহমদ, খলিল আহমদ, সুহেল, শাহজাহান, ইরিয়াছ মিয়া, কাচা মিয়া, জাহাঙ্গির হোসেন বাদশা, কামাল আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহমুদ আলী গেদন মিয়া ছিলেন একজন পরীক্ষিত এরশাদ সৈনিক। দলের প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। তিনি দলের একজন নিবেদিত নেতা ছিলেন। নিঃস্বার্থ দলের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। তার নেতৃত্বে জালালপুর জাতীয় পার্টি আজ সুসংগঠিত হয়েছে। মাহমুদ আলীসহ ইউনিয়নের প্রয়াত গুণীজনদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, যে গুণীজনদের আমরা হারিয়েছে তাদের হয়ত আর ফিরে পাবো না। কিন্তু তারা আমাদের মধ্যে আমৃত্যু বেঁচে থাকবেন তাদের কর্মগুণে। বিজ্ঞপ্তি