সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিএনপি শতভাগ উদার গণতান্ত্রিক দল। দলের তৃণমূলে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতেই সর্বত্র কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে। তৃণমূল নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচন করতে পারছে।
তিনি রবিবার গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক এবাদুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা বাহারুল ইসলামের পরিচালনায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
কাউন্সিলে ভোটের মাধ্যমে ৫নং পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এবাদুর রহমান, সাধারন সম্পাদক পদে তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে সমছির আহমদ নির্বাচিত হন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আলম স্বপন, আব্দুল মতিন, মোহাম্মদ শাহপরান, জসিম উদ্দীন, খলিক আহমেদ, জয়নাল আবেদীন, ওসমান গনি মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব সাজু, বিএনপি নেতা আবু বক্কর প্রমুখ। এছাড়া কাউন্সিলে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি