সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে তালামীযের সম্মেলন সফল করুন ——হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

71

৩০ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিভাগীয় সদস্য Talamij Sylhet Pic-001সম্মেলন সফলের লক্ষ্যে নগরীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমুআ সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসা মিলনায়তনে বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটির আয়োজনে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর প্রতিষ্ঠিত একটি আদর্শবাদী ছাত্র কাফেলা। মুসলিম উম্মাহ যখন বিভিন্নভাবে ষড়যন্ত্রের স্বীকার, আইএস-এর মত জঙ্গিসংগঠনগুলো যখন ইসলামকে বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত। এদিকে সে সময় ৩০-নভেম্বর সিলেটে তালামীযের সদস্য সম্মেলন হবে দ্বীন-ইসলাম রক্ষার একটি অন্যতম অংশ।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তাফা হাসান চৌধুরী গিলমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহা: শরীফ উদ্দিনের স্বাগত বক্তব্য এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকীব, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো: কুতুবুল আলম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর মো: নুমান, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো: শরীফ উদ্দিন, মাওলানা আজির উদ্দিন পাশা, নজীর আহমদ হেলাল, বেলাল আহমদ, আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: হাফিজুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ ও অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ। এতে আরো উপস্থিত  সিলেট মহানগর সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ উসমান গণি, পশ্চিম জেলা সভাপতি সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান আখতার, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুল মুহিত রাসেল, মহানগরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, পূর্ব জেলা সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ তাজির, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ প্রমুখ।  বিজ্ঞপ্তি